চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ভার্সিটির ইফতার মাহফিল

১৫ মে, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে এক ইফতার মাহফিল গত সোমবার অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান পালন করা শুধু একটি ধর্মীয় অনুশাসন নয়, রমজান মাস হচ্ছে আত্ম সংযমের মাস। রমজান আমাদের নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়, রমজান পরবর্তী ঈদ উৎসব আমাদের সম্পর্ক ও সৌহার্দ্যের ভীত আরো শক্ত করে দেয়। তাই রমজানের তাৎপর্য অনুধাবন করে আমরা আমাদের জীবনকে সাজালে সকল ধরনের পাপ কাজ থেকে আমরা মুক্ত থাকতে পারবো।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, প্রফেসর রনজিত কুমার দে, অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, পরীক্ষা নিয়ন্ত্রক এ.এন.এম ইউসুফ চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আবছার, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা রুম্মান, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মো. মাকছুদুর রহমান চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট