চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সমাবেশে মেয়র

নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:২২ পূর্বাহ্ণ

সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীকে নারী কিংবা প্রতিযোগী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। তাদেরকে নারীর মর্যাদা দিতে হবে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। প্রতি বছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি পালিত হয়। চসিকের ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়। মেয়র আরও বলেন, আমাদের সমাজ ব্যবস্থা মূলত পুরুষতান্ত্রিক। এ সমাজ ব্যবস্থায় পুরুষ নারীকে তার সমকক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে ভাবে। অন্যদিকে নারীদেরও মনস্তাত্ত্বিক কাঠামো ঠিকভাবে গড়ে না উঠায় সহিংসতার মাত্রা বাড়ছে। তিনি এ ধরনের সহিংসতা বন্ধে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন। মেয়র বলেন, এ ক্ষেত্রে পুরুষকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তাদেরকে নারীর মর্যাদা দিতে হবে। সমাজে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সামাজিক অস্থিরতা, অশিক্ষা কুশিক্ষার বলি হচ্ছে নারী। এর আগে, নগরীর বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে সংগঠিত কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) নারী নেত্রীগণ জুমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়। সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে পৌঁছলে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও প্রান্তিক প্রকল্পের টাউন ম্যানেজার মো. সারওয়ার হোসেন খান ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’-এ স্লোগানকে ধারণ করে নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সরওয়ার

হোসেন খান, কৌহিনুর আক্তার ও আনোয়ারা আলম। এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মোরশেদ আলম, সাহেদ ইকবাল বাবু, মোবারক আলী, মো. আবুল হাসেম, মো. শফিউল আলম, জেসমিন পারভীন জেসী, ফারজানা পারভীন, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট