চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোটারী ক্লাব চিটাগাং মেরিন সিটির বয়স্ক শিক্ষাকেন্দ্র চালু

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৯ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির উদ্যোগে সিলিমপুরস্থ মুক্তিযোদ্ধা বসতি নগর প্রাথমিক বিদ্যালয়ে বয়স্ক শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। ‘শিক্ষিত মা মানে শিক্ষিত জাতি’- এ ধারণাকে কেন্দ্র করে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২২ জন মা কে নিয়ে এই শিক্ষা কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন ফয়সাল আজিম।

উদ্বোধনকালে ফয়সাল আজিম বলেন, আমরা মায়েদের অক্ষর জ্ঞানের সাথে সাথে নৈতিকতা ও শিশু পরিচর্যা বিষয়ে শিক্ষা প্রদান করবো। এই শিক্ষা তাদের সন্তান তথা পরিবারে প্রতিফলিত হবে। মায়েরা এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষিত হতে পারলে তাদের পরিবার তথা সমাজের সুফল পেতে পারে। স্কুলে অধ্যয়নরত দরিদ্র শিশুদেরও রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটি নিয়মিত সহায়তা দিয়ে আসছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ক্যাপ্টেন সৈয়দ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক রোটারিয়ান মুজিবুল মাওলা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. শফি কামাল, রোটারিয়ান আরিফুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট