চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ব্যবসায় প্রশাসনের বিজনেস মডেল এক্সিবিশন

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিজনেস মডেল প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সহকারী অধ্যাপক সৈয়দা সানজিদা শওকতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুসদের ডিন প্রফেসর রনজিত কুমার দে, রেজিস্ট্রার এ.এফ.এম আকতারুজ্জামান কায়সার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এম.বি.এ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দিন শাহরিয়ার, সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়া।

উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের চাকুরি নির্ভর না হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারও নতুন উদ্যোক্তাদের বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। আজকের এই প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীরা যে মডেলগুলো প্রদর্শন করেছে এর মধ্যে এমন কিছু প্রজেক্ট আছে, যা শুধু নিজেকে প্রতিষ্ঠিত করবে তা নয় দেশকেও অর্থনৈতিকভাবে এগিয়ে নিবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট