চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৯ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে শিক্ষকদের মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদানের লক্ষে ২১তম ব্যাচের নবীন শিক্ষকদের ৭ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার।

উপাচার্য বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশাকে সমাজের আদর্শের জায়গায় নিয়ে যেতে হলে শুধু পাঠ্য নির্ভর পাঠদান পদ্ধতি অবলম্বন করলে চলবে না এর জন্য দরকার মানবিক শিক্ষা। পাঠদানের পূর্ব প্রস্তুতি একজন শিক্ষককে ছাত্রদের মাঝে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, কলা সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, বিভাগীয় সভাপতিবৃন্দ, সিটিডি এর সমন্বয়ক মো. মাহফুজুর রহমান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট