চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

এসডিজি ইয়ুথ ফোরাম’র সেমিনার চট্টগ্রাম ওয়াসায়

১৫ মে, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে চট্টগ্রাম ওয়াসা’র কনফারেন্স হলে গতকাল মঙ্গলবার এসডিজি (৬) নিরাপদ পানি ও স্যানিটেশনের অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও গবেষক এস. এম আরাফাত। অধ্যাপক শামসুদ্দিন শিশির’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরাম’র সহ-সভাপতি ফরিদ আলম ও চট্টগ্রাম ওয়াসা’র সচিব ড. পীযূষ দত্ত। প্যানেল আলোচক ছিলেন ওয়াসা’র এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যক্ষ ড. সানাউল্লাহ, ফুলকলি’র জিএম এমএ সবুর, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক শিমুল কান্তি মহাজন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট