চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

বাঁশখালী সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০১৯ | ২:৩২ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরের ৫ পরিবারের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একটি গাভী, একটি ছাগল, ৫টি মুরগী পুড়ে মারা যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ২ ঘন্টাব্যাপি অগ্নিকাণ্ডে আনুমানিক নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে মধ্যম সরল গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম সরল গ্রামে জাওদা বাপের বাড়ী এলাকায় বৈদ্যুতিৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে খলিলুর রহমান, সফিকুর রহমান, পল্লী চিকিৎসক আব্দুল মান্নান, নাছিমা আক্তার ও গিয়াস উদ্দীনের বাড়ীতে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্থ পল্লী চিকিৎসক আব্দুল মান্নান জানান, ‘ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই নগদ ৪ লক্ষ বসতবাড়ীর একটি গরু, একটি ছাগল, ৫টি মুরগী পুড়ে মারা গেছে। এছাড়া ও ৫ বাড়ীর মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের সদস্যরা কেউ মালামাল রক্ষা করতে পারে নাই।’ 

সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে পরিষদের পক্ষ থেকে ১ বস্তা করে চাউল, দুইটি করে কম্বল, বিতরণ করা হয়েছে। সরকারিভাবে আর্থিক সহায়তার জন্য প্রসাশনকে লিখিতভাবে পত্র দেয়া হয়েছে। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট