চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদে গরম তেলের ড্রাম বিস্ফোরণে দুই শিশু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৬ পূর্বাহ্ণ

গরম পামওয়েল তেলে দগ্ধ হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দুই শিশু। গতকাল শনিবার বিকেল চারটায় বায়েজিদ থানার আরেফিন নগরে দুই শিশুর তেলে দগ্ধ হওয়ার এ ঘটনা ঘটেছে। শিশু দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। দুইজনে শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। আহত দুই শিশু হলো ইছাক (৭) ও মোবারক (৫)।

বায়েজিদ থানার পরিদর্শক (ওসি) প্রিটন সরকার জানান, আরেফিন নগরে মুক্তিযোদ্ধা মসজিদ এলাকার জনৈক আবদুল্লার মালিকানাধীন খাজা স্টোর নামের একটি দোকানের

সামনে ঠান্ডায় বসে যাওয়া পামওয়েল ভর্তি একটি ড্রাম আগুনে গরম করতে দিয়েছিলো। কাছেই খেলা করছিলো দুই শিশু। মুখবন্ধ ড্রামটি আগুনের উপর বসিয়ে দোকানের কর্মচারীরা খাবার খেতে চলে যায়। এরমধ্যে দুই শিশু আগুনের উপরে বসানো পামওয়েল তেলের ড্রামের কাছে যায়। হঠাৎ বিকটশব্দে ড্রামের মুখ ছুটে গরম তেলে দগ্ধ হয় দুই শিশু। প্রত্যক্ষদর্শী লোকজন এসে মুমূর্ষু অবস্থায় দুই শিশুকে চমেক হাসপতালে নিয়ে যায়। ইছকের বাবা মোহাম্মদ ইয়াছিন পেশায় রিকশা চালক ও মোবারকের বাবা মো. মোস্তাক সিএনজি ট্যাক্সি চালক।

ওসি প্রিটন সরকার বলেন, ঘটনা সংঘটিত হওয়া দোকানের মালিক ও আহত দুই শিশুর পরিবারের সদস্যরা চিকিৎসা নিয়ে হাসপাতালে ব্যস্ত। আগে শিশু দুটির চিকিৎসা জরুরি। পরবর্তীতে দুই শিশুর পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট