চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দোকানের মালিকানা বিরোধের জের কর্ণফুলীতে দুই চাচার ওপর ভাতিজার হামলা

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় একটি দোকানের মালিকানা বিরোধের জেরে ভাতিজার নেতৃত্বে লাঠি ও কিরিচ দিয়ে হামলা চালিয়ে দুই চাচাকে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৭ নম্বর ওয়ার্ড দারোগা হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত ওই দুই চাচা হলেন একই এলাকার আবদুল আজিজ (৫০) ও মো. নাছির উদ্দিন (৩৭)। এদের মধ্যে গুরুতর আহত আবদুল মজিদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন

রয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহতদের অপর ভাই মো. আবদুল মজিদ জানান, উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৭ নম্বর ওয়ার্ড দারোগা হাট এলাকার একটি দোকান নিয়ে আমাদের অপর ভাই আবদুচ ছবুর কালুর পুত্র কফিল উদ্দিনদের সাথে আমরা তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ভাতিজা কফিলের নেতৃত্বে ২০/৩০ জন লোক এসে লাঠি, কিরিচ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে হামলা চালায়। এতে আমারা ভাই আবদুল আজিজ ও মো. নাছির উদ্দিন শরীরে প্রচ- আঘাত প্রাপ্ত হয়। পরে আমরা চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে নাছিরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হলেও গুরুতর আহত আবদুল মজিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ঘটনায় কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন দৈনিক পূর্বকোণকে জানান, দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট