চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৬ দিনব্যাপী চলবে র‌্যাংকস এফসি প্রপার্টিজের উইন্টার ফেস্ট উদ্বোধন হালিশহরে

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:২১ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের কে ব্লক সি কে টাওয়ারে আবাসন কোম্পানি র‌্যাংকস এফসি প্রপার্টিজের ৬ দিন ব্যাপী উইন্টার ফেস্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম পিপিএম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সিটি ব্যাংকের চট্টগ্রামের রিজিওনাল কর্পোরেট হেড কায়েস চৌধুরী। অতিথিদের সাথে নিয়ে ফিতা ও কেক কেটে উইন্টার ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন র‌্যাংকস এফসি প্রপার্টিজের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন। এছাড়া অনুষ্ঠানে র‌্যাংকস এফসি’র বাণিজ্যিক ও আবাসিক ফ্লোরের একাধিক ক্রেতা, নগরীর বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডেভলপার প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (সেলস এন্ড বিজনেস ডেভলপমেন্ট) মীর মোয়াজ্জেম হোসেন জানান, হালিশহর এলাকাটি বর্তমানে চট্টগ্রামের অভিজাত এবং ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। র‌্যাংকস এফসি’র সিকে টাওয়ার প্রকল্পটি হালিশহরের যে স্থানে নির্মিত হয়েছে তার সম্মুখ দিয়েই ১২০ ফুট রাস্তা সম্প্রসারিত হয়েছে, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত। এর ফলে এই টাওয়ারটি নগরীর অত্যন্ত জনবহুল ও অভিজাত আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা হিসেবে গুরুত্ব পাবে। এই ফেস্ট থেকে সিকে টাওয়ারসহ র‌্যাংকস এফসি’র যে কোন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প থেকে ফ্ল্যাট বা ফ্লোর বুকিং দিলেই ক্রেতাদের জন্য ‘হাউজফুল অফার ঘোষণা করেছে আবাসন প্রতিষ্ঠানটি । উল্লেখ্য, হালিশহর ছাড়াও নগরীর শেখ মুজিব রোড, মেহেদীবাগ, নাসিরাবাদ, খুলশি, পাঁচলাইশ আবাসিক এলাকায় আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মানাধীন রয়েছেন। হালিশহরের ৬ দিনের উইন্টার ফেস্ট থেকে এসব প্রকল্পে ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেস পরিদর্শন এবং বুকিং দিতে পারবেন আগ্রহী ক্রেতারা। উল্লেখ্য মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আগ্রহী ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট