চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সংগ্রহ ১৩০ কোটি মার্কিন ডলার দুস্থদের জন্য রোটারি ফাউন্ডেশনের তহবিল

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:২১ পূর্বাহ্ণ

রোটারি ফাউন্ডেশন (টিআরএফ) বিশ^ব্যাপী আর্তমানবতার সেবায় এ পর্যন্ত ১৩০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে। গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত রোটারি সেমিনারে বিশ^ রোটারি নেতা ও টিআরএফের চেয়ারম্যান গ্যারি সিকে হুয়াং এই কথা জানিয়েছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিরিন বন, বক্তব্য রাখেন গভর্নর খায়রুল আলম, আতাউর রহমান পীর, প্রাক্তন গভর্নর ডা. মীর আনিসুজ্জামান, গভর্নর নির্বাচিত মো. রুবাইয়াত হোসেন, ডা. বেলাল উদ্দিন আহমেদ, গভর্নর নমিনি প্রার্থী মুতাসিম বিল্লাহ ফারুকী, রয়েল রোটারি সভাপতি জাহিদ হোসেন ও অন্যান্য দেশ বিদেশের নেতৃবৃন্দ।বাংলাদেশের রোটারিয়ানরা সেমিনারে টিআরএফ তহবিলের জন্য এ বছর ৫.৫ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে।বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার সংগঠন, রোটারী ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও বিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৪ বছর যাবত অসংখ্য কাজে নিবেদিত রয়েছে রোটারী ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট