চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘স্বপ্ন ও আগামী’র ৫ম বর্ষপূর্তি উদযাপিত

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:২১ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন ‘স্বপ্ন ও আগামী’র ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান গত শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে উদযাপন করা হয়। এতে বিশেষ ম্যাগাজিন ‘স্বপ্ন ছোঁয়া’র মোড়ক উন্মোচন করা হয়। স্বপ্ন ও আগামীর উপদেষ্টা ও লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবিরের সভাপতিত্বে ও সা. সম্পাদক আলাউদ্দিন আদির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম ডিভিশনের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম পি.পি.এম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল ইসলাম দোভাষ। প্রধান আলোচক ছিলেন কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। বিশেষ অতিথি ছিলেন সিএমপির পুলিশ সুপার জয়নুল টিটো, গোল্ডেন বেলস্ স্কুলের প্রতিষ্ঠাতা মো. জাবেদ হোসেন, কমর উদ্দিন লিটন ও কদম মোবারক হাইস্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ।

সভা শেষে বিজয়ের মাসে তিনজন মুক্তিযোদ্ধার মাঝে স্বপ্ন ও আগামী পদক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলার আলহাজ আবুল কাসেম, সীতাকুন্ড উপজেলার মোহাম্মদ ইউছুপ ও সীতাকুন্ড উপজেলা মো. নুরুল আনোয়ার ভূইঁয়া। এছাড়াও সংগঠনের শ্রেষ্ঠ সেচ্ছাসেবক ও তাদের অভিভাবকের হাতে এবং টিম লিডারদের মাঝে সম্মাননা পদক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট