চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইডিইউর এমপিপিএল প্রোগ্রামে ভর্তি চলছে

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:২১ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ (এমপিপিএল) প্রোগ্রামে দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। স্প্রিং ২০২০ সেমিস্টারে অন্যান্য প্রোগ্রামগুলোর পাশাপাশি শুরু হয়েছে এ বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামের ভর্তি। ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো ¯œাতকধারীরা ‘শেরে বাংলা এ কে ফজলুল হক স্কলারশিপ এওয়ার্ড’ এর আওতায় টিউশন ফি’তে ৭০ শতাংশ ছাড়ে যুক্ত হতে পারছে এ মাস্টার্স প্রোগ্রামটিতে। এছাড়া চেয়ারম্যান’স লিডারশিপ এওয়ার্ডে থাকছে টিউশন ফি’তে শতভাগ ছাড়।

স্কুল অব বিজনেসের অধীনে গবেষণানির্ভর এ প্রোগ্রামটিতে তিন পদ্ধতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করা যাচ্ছে। এগুলো হলো রিসার্চ মোড, কোর্সওয়ার্ক ও রিসার্চের সমন্বিত মোড এবং শুধুমাত্র কোর্সওয়ার্ক বা টট মোড। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের গবেষণা ও পাঠদানের অভিজ্ঞতাসমৃদ্ধ প্রফেসরগণ ক্লাস নিচ্ছেন এ প্রোগ্রামে।
খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা িি.িবধংঃফবষঃধ.বফঁ.নফ ওয়েবসাইট থেকে ফরম নিতে পারবে। সব ধরণের তথ্যের জন্য ফোন ০১৭১৪-১০২০৬২ নম্বরে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট