চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত অনৈতিক হস্তক্ষেপে

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৬ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়া ও মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহসহ রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তি দাবিতে, মহানগর ছাত্রদল নেতা এন মোহাম্মদ রিমনের নেতৃত্বে নগরীর বিভিন্ন কলেজ ও ইউনিট ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে, কাজীর দেউড়িস্থ নুর আহম্মদ সড়কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জামিনের সকল শর্ত বলবৎ থাকার পরেও সরকার প্রধানের আদালতের উপর অনৈতিক হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার জামিন প্রক্রিয়াকে বারবার বাধগ্রস্ত করা হচ্ছে। ছাত্রসমাজ যখনই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলন গড়ে তুলতে চাইছে, ঠিক তখনই নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহকে সাজানো মামলায় কারান্তরীণ করেছে এবং ত্যাগী পরিক্ষিত ছাত্রনেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়া ও গাজী সিরাজউল্লাহর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ছাত্রনেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যথায় ছাত্রসমাজ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলে, এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্ত করে আনবে।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সায়েল, চকবাজার থানা ছাত্রদল নেতা সাইফুদ্দীন ওয়াসিম, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা মো ইফতেখার করিম, মো ইউছুফ, বিকেটিটিসি শাখা ছাত্রদলের সভাপতি মো সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন জাবেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল নবী রাসেদ, চসিক কায়সার নিলুফার কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো শাহারিয়ার আহম্মেদ, মো ইসমাঈল, মো ফারুক হোসেন, মো ইমন হোসেন, মো জামাল, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা মো রেজাউল করিম, মো আফছার, মহসিন কলেজ ছাত্রদল নেতা মো মিনহাজ উদ্দিন, পাঁচলাইশ থানার মো মিরাজ, খুলশী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো মোবারক ও মামুন পাটোয়ারী নীরব, বেসরকারি কলেজ ছাত্রদলের মো ইমতিয়াজ উদ্দিন, মো রিদোয়ান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট