চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টিসিজেএ’র যুগপূর্তি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সাংবাদিকদের চাকরির নিশ্চয়তাসহ আইনি সুরক্ষা দেবে সরকার

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৬ পূর্বাহ্ণ

সাংবাদিকদের চাকরির নিশ্চয়তাসহ আইনি সুরক্ষা দেবে সরকার-এমন ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ কে. স্কোয়ার কনভেনশন মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের ১ যুগপূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মাননা, বেস্ট রিপোর্টিং এওয়ার্ড, বেস্ট ডকুমেন্টারি এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী চট্টগ্রামের টেলিভিশন সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘোষণাও দেন।

টিসিজেএ’র সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্যে মেয়র বলেন, বর্তমান সরকার পেশাজীবী বান্ধব সরকার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীলের সঞ্চালনায় এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক ফারুক বিপ্লব, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, রনি দাশ। অনুষ্ঠানে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয় সাংবাদিক এজাজ মাহমুদ ও খ্যাতিমান ক্যামেরাপার্সন সৌমেন গুহকে।

যুগপূর্তি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমইউজে এর সভাপতি শামসুল হক হায়দরী, বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, সিইউজে টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটু, টিসিজেএ’র আজীবন দাতা সদস্য প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজি মুহাম্মদ সাহাবুদ্দিন, শরফুদ্দিন চৌধুরী রাজু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফরিদ মাহমুদ, কাউন্সিল মো. গিয়াস উদ্দিন,কাউন্সিলর আবদুল কাদের, বিএনপি নেতা আবু সুফিয়ান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট