চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পরমায়ু প্রাঙ্গণ স্বাস্থ্যসেবীদের মিলন মেলায় বক্তারা

পরিমিত শারীরিক ব্যায়ামে বিষণœতা প্রতিরোধ করা যায়

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৫ পূর্বাহ্ণ

পরমায়ু-নির্মল বায়ু-প্রাতঃ ভ্রমণ সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন পরমায়ু প্রাঙ্গণের স্বাস্থ্যসেবীদের মিলন মেলা গত শুক্রবার নগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্থ এ.এল.খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রাত্যহিক রুটিন অনুযায়ী ভোর সাড়ে ৬টা থেকে শারীরিক কসরত শুরু হয় এবং শারীরিক কসরত শেষে সকাল ৯ টায় স্বাস্থ্যসেবীদের নিয়ে এক আলোচনা সভা পরমায়ু প্রাঙ্গণের সভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মোহাম্মদ মিজানুর রহমান। শিক্ষক মোহাম্মদ ইমদাদ হক খান টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন অর রশীদ, চেমনআরা বেগম, এ কে এম আবু ইউসুফ, মোহাম্মদ রফিক আহমদ, ডা. মোহাম্মদ সেলিম। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, ডা. এম.এ গোফরান হাসান, আবু শাদাত মো. সায়েম, রুহুল তালুকদার, মো. সাইফ উদ্দিন সাইফু, মো. ইলিয়াছ, হুমায়ুন কবির, মো. কবির উদ্দিন, মো. শফিউল আলম বাবু, মো. সাদ্দাম হোসেন জিমি প্রমুখ। বক্তারা বলেন, ব্যায়ামের রয়েছে আশ্চর্য রকম সব উপকার, যা স্বাস্থ্যের ভেতর থেকে বাহির প্রায় প্রতিটি দিক উন্নত করতে পারে। বিনোদনের অংশ হিসেবে ব্যায়ামের জুড়ি মেলা ভার।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট