চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৫ পূর্বাহ্ণ

‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই স্লোগানকে ধারণ করে গতকাল পূর্ব বাকলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মো. আজম খান । পরিবার পরিকল্পনা, চট্টগ্রামের উপ পরিচালক ডা. উ খ্যে উইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মো. আমির হোসেন, সহকারী পরিচালক ( পোর্ট ক্লিয়ারেন্স) মো. আবদুর রহিম চৌধুরী, সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সার্জন ডা. প্রতিমা রাণী ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন আহমেদ ইলিয়াছ, মেরী স্টোপস ক্লিনিক ম্যানেজার টুনটু দাশ বিজয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, চট্টগ্রামসহ ডবলমুরিং ও পাঁচলাইশ থানার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট