চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবক

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০১৯ | ৬:১৫ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা সীমান্তে ৪৪  হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। আটককৃতের নাম হাফেজ আহম্মদ (২৫) । আটক হাফেজ হ্নীলা জাদিমোড়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত আলী হোসনের ছেলে। তিনি মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার চালান পাচার করছিলেন বলে জানিয়েছে বিজিবি। আজ শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দমদমিয়া বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। কিছু সময়ের মধ্যে এক ব্যক্তি নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে একটি বস্তা হাতে জাদিমোড়ার কেওড়া জঙ্গলে প্রবেশ করে। এ সময় বিজিবির সদস্যরা বস্তাসহ তাকে আটক করেন। বস্তা থেকে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৩২ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান।

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট