চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামেয়ায় জুমার নামাজে মুসল্লির ঢল

সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দীক্ষিত হাজারো মুসল্লিকে ছবক দান আল্লামা তাহের শাহ’র

৭ ডিসেম্বর, ২০১৯ | ৫:২৭ পূর্বাহ্ণ

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জুলুস ময়দানে এ সফরে আখেরি নামাজের জুমায় অনুষ্ঠিত খুৎবায় আওলাদে রাসুল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা. জি. আ) বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এ মর্মে যে, আল্লাহ্ ব্যতীত কোন মা’বুদ নেন, যিনি একক সত্তা, যাঁর কোন শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি এ মর্মে যে, আমাদের সরদার আমাদের মুনিব হযরত মুহাম্মদ মোস্তফা হলেন তাঁর খাস বান্দা ও তাঁর রসুল। তাঁকে প্রেরণ করেছেন হিদায়ত ও সত্য দ্বীন সহকারে। খুৎবা শেষে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ইমামতিতে নামাজে জুমা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আওলাদে রাসুল আল্ল­­ামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ)’র হাতে হাজার হাজার মুসল্লি­ সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দীক্ষিত হন এবং হুজুর কেবলা নব-দীক্ষিত মুরিদদেরকে যথাযথভাবে হযরাতে মাশায়েখ কেরামের নির্ধারিত ’ছবক’ মহব্বতের সহিত আদায় করার পাশাপাশি মাঝহাব ও মিল্ল­­াত, ঈমান-আক্বিদার ভিত্তিকে মজবুত করার নির্দেশ দেন। হুজুর কেবলার নির্দেশাবলী বাংলায় তরজমা করেন জামেয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। পরে আল্ল­­ামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও উনèতি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্, আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সামশুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, এস.এম. গিয়াস উদ্দিন শাকের, সিরাজুল হক, প্রফেসর কাজী শামসুর রহমান, পেয়ার মোহাম্মদ, প্রফেসর মুহাম্মদ দিদারুল

ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. আ.ত.ম লিয়াকত আলী, এ.কিউ.আই চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ নামাজে জুমা আদায় করেন। আজ শনিবার হুজুর কেবলার ইমামতিতে নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়ায় অনুষ্ঠিত হবে।

আগামীকাল রবিবার বেলা ৩টা থেকে আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় হুজুর কেবলায়ে আলম’র সভাপতিত্বে ও সাহেবজাদাদ্বয়ের উপস্থিতিতে জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার সালানা জলসা, ফাতেহা-এ ইয়াজদাহুম, মা ছাহেবার ফাতেহা, হযরাতে মাশায়েখে কেরাম ও মরহুম পীর ভাই-বোনদের ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট