চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের স্মারকলিপি গ্রহণকালে রেলপথমন্ত্রী

রেলের সকল ভূ-সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে

৭ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৭ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রেলওয়ের ভূ-সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা অবশ্যই উচ্ছেদ করা হবে। গতকাল দুপুরে রেলভবনে রেলপথমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রামের পাহাড়তলীস্থ ভেলুয়ার দিঘী ও জোড় ডেবাকে অবৈধ দখলমুক্ত করতে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান শতভাগ বাস্তবায়নের প্রত্যাশায় রেলপথ মন্ত্রীকে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানকালে তিনি একথা বলেন। রেলপথ মন্ত্রী এ স্মারকলিপি গ্রহণ করে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং জনস্বার্থে তাদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি নাগরিক উদ্যোগ নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন যে, ভেলুয়ার দিঘী ও জোড় ডেবাকে একটি নান্দনিক জলাশয় হিসেবে গড়ে তোলা হবে এবং এখানে বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে।

স্মারকলিপিতে বলা হয়, নগরীর পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ভেলুয়ার দীঘির চারপাশ অবৈধ দখলদার মুক্ত করতে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করলেও এখনও বিশাল অংশে অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদ না হওয়ায় চট্টগ্রাম নাগরিক উদ্যোগ, পরিবেশবিদ ও সুশীল সমাজ উদ্বিগ্ন। অবৈধ দখলদারদের কারণে এ সমস্ত অবৈধ স্থাপনাকে কেন্দ্র করে চিহ্নিত একাধিক অপরাধী চক্র গড়ে উঠেছে। ভেলুয়ার দিঘীকে পরিপূর্ণভাবে দখলমুক্ত করে একটি নান্দনিক জলাশয় হিসেবে পরিণত করা হলে এখানে একটি অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সদস্য সচিব প্রাবন্ধিক ও লেখক শেখ মুজিব আহমেদ, প্রধান সমন্বয়ক মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য জয়দেশ দাশ যদু, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আলী আকবর, আবদুল জলিল প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট