চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্মরণসভায় দিদারুল কবির

ইব্রাহিম বিন খলিল ছিলেন এরশাদ মুক্তি আন্দোলনে সিপাহশালার

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার বলেছেন, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইব্রাহিম বিন খলিল ৯০ পরবর্তী পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনে একজন সাহসী সিপাহশালার ছিলেন। শত নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে ইব্রাহিম বিন খলিলদের সাহসী নেতৃত্বে এরশাদ মুক্তি আন্দোলন বীর চট্টগ্রামে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। ফলে স্বৈরাচারিণী খালেদা সরকার সেদিন সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএম আদালতে আনতে সাহস দেখায়নি। গত ৪ ডিসেম্বর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে মুক্তিযোদ্ধা ইব্রাহিম বিন খলিল স্মরণসভা উদ্যাপন পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও স্মরণসভা উদযাপন পরিষদের সদস্য সচিব নাছির উদ্দীন ছিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর জাপার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, নগর জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন নগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, নুরুল আজিজ সওদাগর, রেজাউল করিম রেজা, এস.এম. সাইফুল্লাহ সাইফু, অধ্যাপক নুরুল বশর সুজন, ছালেহ্ আহমদ ভূঁইয়া, জহিরুল ইসলাম রেজা, জসিম উদ্দিন, হাফিজুর রহমান মিন্টু, এম. আজগর আলী, কামাল উদ্দিন মাসুদ, জামাল উদ্দিন কান্টু প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট