চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্রুপ থিয়েটার উৎসবের ৫ম দিন ‘কমরেডস হাত নামান’ মঞ্চস্থ

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত নাটক ‘হোক অহর্নিশ মানবিক উচ্চারণ’ শীর্ষক গ্রুপ থিয়েটার নাট্যোৎসবের ৫ম সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশিত নাটক ‘কমরেডস হাত নামান’। প্রবীর দত্ত রচিত ও অসীম দাশ নির্দেশিত নাটকটিতে দেখা যায় স্বনামধন্য যাত্রাদল ‘বঙ্গীয় অপেরা’। এ শিল্পীদের রয়েছে সমাজ মনস্কতা ও রাজনৈতিক সচেতনতা। এই যাত্রাদলের একজন ক্যামেরায় বন্দি করে সমকালীন ও কালোত্তীর্ণ কিছু ইতিহাস। তারা নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৫টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় আবৃত্তি পরিবেশন করে একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট