চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে জেলা কমিউনিস্ট পার্টির বিজয়ের পতাকা মিছিল

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির বিজয়ের পতাকা মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে পার্টির নেতৃবৃন্দ বলেন, প্রায় অর্ধ শতাব্দী পার হলেও লাখো শহীদের স্বপ্নসাধ ধুলিসাৎ হতে চলেছে। বাইশ পরিবারের পরিবর্তে হাজারো লুটেরা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজ সবকিছুই এখন নিয়ন্ত্রণ করে। দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে সব কিছু। মুক্তবাজারের নামে চলছে অবাধ লুটপাট। মানুষ সিন্ডিকেট চক্রের কাছে জিম্মি হয়ে আছে। বস্তুত বাংলাদেশটাই এখন লুটপাটের অভয়ারণ্য। নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ জোট মহাজোট সামরিক স্বৈরাচার খুনী মোস্তাকের শাসন সবই দেখেছে। লাভবান হয়েছে পাঁচ ভাগ লুটেরা ধনিক। ৯৫ ভাগ মানুষের জন্য অসাম্য বৈষম্য যন্ত্রনা পীড়িত কষ্টকর বাংলাদেশ। এ দুর্দশা থেকে মুক্তির কোন বিকল্প নেই। বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির আস্থাবান বিকল্প বলয় গড়ে তুলতে হবে। নতুন বিকল্প রাজনৈতিক শক্তির উদ্বোধন করতে হবে। পতাকা মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা ও জেলা সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট