চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আগুনে পুড়ে ছাই হল ৩ বসত ঘর

লোহাগাড়া সংবাদদাতা

৬ ডিসেম্বর, ২০১৯ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে তিন বসত ও এক গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর কলাউজান হিন্দুরহাট সেন পাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি করছেন। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার প্রয়াত রাজবিহারী দাশের পুত্র তাপস দাশ, লাতু দাশ, ভান্ডা সেনের পুত্র শঙ্কর সেন ও শ্যামল দাশের গোয়াল ঘর।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল দাশের গোয়াল ঘরে ধোঁয়া দিয়ে গরুকে ঘাস খাওয়ানোর সময় আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজনের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে গোয়াল ঘরসহ তিন পরিবারের মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে গোয়াল ঘরে থাকা গবাধি পশুর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

মনির-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট