চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শনিবার থেকে থানা প্রাঙ্গণে বিক্রি হবে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০১৯ | ১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামবাসীর জনদুর্ভোগ লাঘবে টিসিবি’র পাশাপাশি এবার এক টন করে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পেঁয়াজের দামের লাগাম টানতেই এবার মাঠে নামছেন তারা। কেজি প্রতি ৪৫ টাকা ধরে নগরীর পাঁচ থানার সামনে পেঁয়াজ বিক্রি করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রতিদিন নগরীর কোতোয়ালি, খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী, ইপিজেড থানার সামনে এক টন করে পেঁয়াজ নগরবাসীর কাছে বিক্রি করবে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। পেঁয়াজ বিক্রি করব আমরাই। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে জনগণ কিনতে পারবে পেঁয়াজ।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট