চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সীতাকুন্ড বিজ্ঞান মেলায় মুনীর চৌধুরী

প্রযুক্তির উদ্ভাবন দিয়ে সুশাসন নিশ্চিত করুন

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

সীতাকু-ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং সীতাকু- উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন করে। সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে পরিবেশ দূষণরোধ, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও এর সদ্ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবন, সমুদ্র সম্পদের সদ্ব্যবহার ও সুরক্ষা সম্ভব হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং দুর্নীতি দমন, খাদ্যে ভেজালরোধ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার একান্ত অপরিহার্য।”

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে শিক্ষা সফরের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আহ্বানও জানান তিনি। অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের জন্য ১৬টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এবং ১০ জন শিক্ষার্থীকে তাদের উদ্ভাবনের জন্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ মামুন এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট