চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

উত্তর জেলা আ. লীগের সম্মেলন কাল

নেতৃত্ব নির্বাচনে ভোট নাকি কেন্দ্রের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলনকে সফল করতে চলছে জোর প্রস্তুতি। তৎপর হয়ে উঠেছে নেতাকর্মীরাও। জোর আলোচনা চলছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে। এদিকে, ঝামেলা এড়াতে সম্মেলনের প্রথম অধিবেশন লালদিঘি ময়দানে আয়োজন করা হচ্ছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনামতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম এবং সহসভাপতি

অধ্যাপক মো. মাঈনুদ্দিনের নাম সভাপতি পদে শোনা যাচ্ছে। এদিকে সাধারণ সম্পাদক পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, নির্বাহী সদস্য ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সদ্য বিদায়ী মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান। বর্তমান কমিটির সম্পাদক সম্পাদকম-লীর সদস্য আবুল কালাম আজাদ, ইউনুচ গণি চৌধুরী, জসীম উদ্দিন, বেদারুল আলম চৌধুরী বেদারসহ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে সভাপতির উপর নির্ভর করছে কোন উপজেলা থেকে হবে সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কারণ একই উপজেলা থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত নাও করতে পারেন

কাউন্সিলররা। তবে এবারের কমিটিতে একঝাঁক তরুণ স্থান পেতে পারেন। বিশেষ করে যুবলীগ এবং ছাত্রলীগের উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা অনেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা নতুন কমিটিতে স্থান পাওয়ার সম্ভাবনা আছে। দলীয় সূত্র জানায়, উত্তর জেলার রাজনীতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কর্তৃত্ব রয়েছে। তাই সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারাই নির্বাচিত বা মনোনীত হোক না কেন, ইঞ্জিনিয়ার মোশাররফের প্রভাব থাকবে। তবে নেতৃত্ব নির্বাচন কী ভোটের মাধ্যমে নাকি সমঝোতায়- তা নিয়েও চলছে আলোচনা। আগামীকাল শনিবার নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সম্মেলনে উত্তর জেলার সাতটি উপজেলা ও ৯টি পৌরসভার ৩৬৮জন কাউন্সিলর উপস্থিত থাকারও কথা রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট