চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিএবি-সিআরসি এর মোটিভেশনাল প্রোগ্রাম

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৭ পূর্বাহ্ণ

আইসিএবি চট্টগ্রাম অঞ্চল কর্তৃক সম্প্রতি আয়োজিত সরকারি কমার্স কলেজে ‘চাটার্ড একাউন্টেসি ঃ এ ড্রিম ক্যারিয়ার প্যাথ ফর এটেইনিং বিজনেস লিডারশীপ’ শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধার্থ বড়–য়া এফসিএ, কাউন্সিল মেম্বার-আইসিএবি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সাগর কান্তি দে। অনুষ্ঠানে আইসিএবি-চট্টগ্রাম অঞ্চলের মেম্বারগণ, সরকারি কমার্স কলেজের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ৪৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সেলিম বলেন, বর্তমান সময়ে চাটার্ড একাউন্টেসির পেশা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বেশ সমাদৃত ও প্রশংসিত। তিনি ছাত্র-ছাত্রীদের এ পেশায় নিজের ক্যারিয়ার গঠনের আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সেলিম তাঁর বক্তব্যে ছাত্রদের জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে চমৎকার কর্মজীবন গড়ে তোলার প্রেরণার উৎস হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের প্রবাহ, ক্যারিয়ার ও ক্যারিয়ারের উন্নয়নে ব্যবসায় শিক্ষার বিভিন্নদিক নিয়ে আলোকপাত করেন। ড. সেলিম ব্যবসা শিক্ষা ভিত্তিক পেশা এবং প্রতিষ্ঠানে এর অবস্থানকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এবং চমৎকার পেশা হিসেবে অভিহিত করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট