চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পথশিশুদের পাশে দাঁড়াতে জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এর আহবান

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টান্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নরের ডাক ‘হাঁসির তরে সেবা’ কে প্রাধান্য দিয়ে জেলা গভর্নরের ডাককে সার্থক ও সফল করার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের উদ্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন ও বাকলিয়ার এবং লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সহযোগীতায় ফিরিঙ্গী বাজারস্থ পথশিশুদের নিয়ে গঠিত উপলব্ধি ফাউন্ডেশনের শিশুদের জন্য আসবাপত্র (চেয়ার) বিতরণ যা তাহাদের লেখা পড়ার সুবিধার্থে ব্যবহারের জন্য বিতরণ করা হয়। এরই সাথে উপলব্ধি ফাউন্ডেশনের শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য বিতরণ ও চক্ষু শিবিরের আয়োজন করা হয় এবং সম্মানিত প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু এর প্রজেক্ট লায়ন্স ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড ট্রাস্টের মাধ্যমে যে সকল শিশুদের দায়িত্ব নেয়া হয় তাদের জন্য চল্লিশ হাজার টাকার চেক অনুদান হিসেবে উপলব্ধি ফাউন্ডশকে হস্তান্তর করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। এসময় তিনি বলেন, নারীরা এখনও সুরক্ষিত নয়, এখনও আমরা দেখতে পাই ফুটপাতে মেয়েরা পড়ে থাকে এবং কেউ কেউ কুচক্রে পড়ে যায় অথবা বিভিন্নভাবে খারাপ কাজে যুক্ত হয়ে যায়। তাই আমি আমার সকল লায়ন নেতাদের আহবান জানাই আপনারা এগিয়ে আসুন এবং পথশিশুদের পাশে দাঁড়ান।

সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভাট্টাচার্য্য, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, গভর্নর এডভাইজর লায়ন ডা. দুলাল দাশ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির চৌধুরী, লায়ন এডভোকেট এম নুরুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন হাসান আকবর, বাকলিয়া লায়ন্স ক্লাবের সহভাপতি লায়ন মমতাজুল ইসলাম, সহ-সভাপতি লায়ন হুমায়ুন কবির হিমু, সদস্য লায়ন গৌতম কান্তি চন্দ্র, সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন খোর্শেদ আনোয়ার চৌধুরী, লিও জেলা ৩১৫-বি৪ এর জয়েন্ট ট্রেজারার লিও দীপ্ত দে, লিও জায়েদ হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট