চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিলন, রাঁধুনীসহ ২৮টি নামি ব্রান্ডের নকল প্যাকেট উদ্ধার

এক কারখানায় ২৮ ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০১৯ | ৯:১৫ অপরাহ্ণ

হাটহাজারীতে  একটি ভেজাল কারখানায় অভিযান চালিয়ে ২৮টি নামি ব্রান্ডের প্যাকেট নকল করে তৈরি প্রায় ১ টন ভেজাল পণ্য জব্দ করেছে  উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে হাটহাজারীর ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় ভেজাল পণ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কারখানা থেকে সিলন, মির্জাপুর, রাঁধুনীসহ ২৮টি নামি ব্রান্ডের প্যাকেট নকল করে তৈরি প্রায় ১ টন ভেজাল পণ্য জব্দ করে নষ্ট করা হয়। কারাখানাটি সিলগালা করে দেওয়া হয়।

তিনি বলেন, সিলন চা পাতার প্যাকেট নকল করে সেভরন চা পাতা, মির্জাপুর চা পাতার প্যাকেট নকল করে মিয়াজিপুর চা পাতা, রাঁধুনি সরিষার তেলের বোতল ও স্টিকার নকল করে জয়া রাঁধুনি সরিষার তেল তৈরিসহ ক্রেতা ঠকাতে ২৮টি ব্রান্ডের নকল পণ্য তৈরি হচ্ছিলো এ কারখানায়। তবে অভিযানের খবর পেয়ে কারখানা মালিক আব্দুল পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে বলেও জানান মো. রুহুল আমিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট