চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী

পটিয়া ও সাতকানিয়ায় যুবলীগের আলোচনা সভা, দোয়া মাহফিল

মফস্বল ডেস্ক

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৭ পূর্বাহ্ণ

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া ও সাতকানিয়ায় যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে পটিয়াস্থ হুইপের কার্যালয় হলে দোয়া মাহফিল গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ ফোরকান, আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, সৈয়দ জাবেদ সরোয়ার, মহিউদ্দিন, শাহজাহান চৌধুরী, ওয়াসিম আহমেদ, মহিউদ্দিন জাভেদ, নুরুল ইসলাম, আব্বাস উদ্দিন ছোটন, এসকান্দর আলী, রাসেল চৌধুরী, বদিউল আলম, সুমন মহাজন, শহিদুল আলম, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম প্রমুখ।

সাতকানিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলায় পৌরসভা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালিত হয়েছে। গত ৪ ডিসেম্বর উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম। পৌরসভা যুবলীগ সভাপতি কাউন্সিলর সাইফুল আলম সোহেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদ, সাধারণ সম্পাদক আবদুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন। সভায় বক্তারা বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন বহু গুণে গুণান্বিত। বিরল প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। গত শতকের ষাটের দশকে একজন তুখোড় যুবনেতা হিসেবে তিনি সামরিক শাসনবিরোধী আন্দোলনে অসাধারণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদান ছিল। স্বাধীনতার পর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব ও পরিচালনা করার জন্য যুবকদের সংঘটিত করতে তিনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশ বিনির্মাণে সম্পৃক্ত করতেই তিনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। কিন্তু দেশকে নেতৃত্বশূন্য করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধীরা। তবুও তার দেখানো পথ ধরে যুবলীগের কর্মীরা দেশের উন্নয়ন ও নেতৃত্বদানে কাজ করে যাচ্ছেন। পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. জাবেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ইলিয়াছ, সহ-সম্পাদক মো. মহিউদ্দীন, মো. সোহেল, সোহেল রানা, সদস্য সোহেল রানা, নুরুল আলম কালু, উপজেলা যুবলীগ নেতা আনিসুল হক বাবুল, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. হোসেন, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, সোহেল, জাহেদুল হক, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সভাপতি আজিম উদ্দীন, পৌর নেতা নাছির উদ্দীন, মো. হাছান, আবছার, মোরশেদুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট