চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

হালদায় ফের ভেসে ওঠলো ডলফিনের লাশ

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০১৯ | ৯:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটাহাজারী অংশের হালদা নদীতে আকবরিয়া এলাকায় একটি মৃত ডলফিন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে  ডলফিনটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে খবর দেন। পরে ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া ডলফিনটি ল্যাবরেটরিতে নিয়ে যান। তবে ডলফিনটি কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, স্থানীয়রা দুপুরে নদীতে ডলফিনটি ভাসতে দেখে আমাকে জানায়। পরে তারা সেটি তুলে নদীর তীরে রাখে। মৃত ডলফিনটির বয়স নির্ধারণ করা যায়নি। এটির ওজন  ৩০-৩৫ কেজির মতো হবে। বিকালে সেটি নিয়ে এসে ল্যাবরেটরিতে রেখেছি। মাথায় একটি আঘাত আছে তবে সেটি ধারালো কিছুর নয়।

এ নিয়ে চলতি বছর হালদা নদীতে দুটি ডলফিনের মৃতদেহ পাওয়া গেল। এর আগে গত ১৬ এপ্রিল নৌযানের আঘাতে মারা যায় ছয় মাস বয়সী একটি ডলফিন।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন জাৃনান,  সচরাচর নদীর তীরের দিকে ডলফিন থাকে না। তারা নদীর মাঝ বরাবর চলাচল করে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট