চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আজ নগরীতে এড়িয়ে চলবেন যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০১৯ | ২:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের চট্টগ্রাম সফর নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে।

সিএমপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস মোড়, বায়েজিদ ক্যান্টনমেন্ট গেইট, ২ নং গেইট, ইস্পাহানী মোড়, রেডিসন চত্বর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নেভাল ক্রসিং, কাজীর দেউড়ি মোড়, সার্সন রোড, আলমাস মোড়, ওয়াসা মোড়, ১ কিলোমিটার মুরাদপুর ফ্লাইওভার প্রান্ত, চান্দগাঁও আবাসিক এ-ব্লক, বি-ব্লক রোড, বহদ্দারহাট টার্মিনাল, সিএন্ডবি রাস্তার মাথা, বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা, গোলাপের দোকানসহ নগরীর বিভিন্ন মোড়, ক্রসিং ও সড়কে যানবাহনচলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেয়া হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪র্থ সমাবর্তন উপলক্ষে গতকাল (৪ ডিসেম্বর, বুধবার) রাষ্ট্রপতি আব্দুল হামিদ চট্টগ্রামে আসেন। তিনি এখন চট্টগ্রাম সফরে রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট