চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা হ টেকনাফ

৫ ডিসেম্বর, ২০১৯ | ৫:২৮ পূর্বাহ্ণ

বিজিবি জওয়ানেরা টেকনাফে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ‘৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় টেকনাফ-২ বিজিবি

ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলীর ১৪নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় (স্থলবন্দরের উত্তর পাশে) অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমার হতে ইয়াবার চালান আনার সময় চ্যালেঞ্জ করলে ৩জন ব্যক্তি কাঁধে বস্তায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে ২টি বস্তায় ১ লক্ষ ৫০ হাজার ইয়াবাসহ হ্নীলা জাদিমোরার আব্দুল মোনাফের পুত্র আমির হামজা (৩৫) এবং টেকনাফ অলিয়াবাদের মো. হোসনের পুত্র মো. আইয়ুবকে (২৫) আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।

উল্লেখ্য, ইয়াবাসহ আটক আমির হামজা বহুল আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ নেতা ওমর ফারুকের বড় ভাই। তাছাড়া ধৃত আয়ুব নিজেকে টেকনাফ পৌর এলাকা অলিয়াবাদের ঠিকানা ব্যবহার করলেও তা সত্য নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাগণ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট