চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘শাস্ত্রীয় সঙ্গীতে নির্মলেন্দু চৌধুরীর ভূমিকা অনন্য’

৫ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ

প-িত নির্মলেন্দু চৌধুরীর ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গত ২ ও ৩ ডিসেম্বর সুরতীর্থ এর উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) অনুষ্ঠিত হয়। ১ম দিনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, সেতার শিল্পী মিহির কানুনগো। ২য় দিনে অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম এর আঞ্চলিক পরিচালক এসএম আবুল হোসেন, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম এর শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা, প্রশিক্ষক অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সংবর্ধেয় অতিথি ছিলেন সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের উপাধ্যক্ষ ও সুরতীর্থ’র অধ্যক্ষ প-িত নির্মলেন্দু চৌধুরী।

আবৃত্তিকার অরুণ ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী সুব্রত দাশ অনুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, শিল্পী ও সাংবাদিক শাহাবুদ্দীন খালেক ফারুক, তবলা শিল্পী প্রশান্ত ভৌমিক, সঙ্গীত শিল্পী রিষু তালুকদার। উপস্থিত ছিলেন পলাশ দে, উৎপল দে (মিঠু), যীশু সেন প্রমুখ। দু’দিনব্যাপী অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন সুব্রত দাশ অনুজ, রিষু তালুকদার, দীপ্ত সেন, রঞ্জন দত্ত, শ্যামল রাজ দত্ত, অমি চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, শাস্ত্রীয় সঙ্গীতে প-িত নির্মলেন্দু চৌধুরীর অনন্য ভূমিকা রয়েছে। বিভিন্নভাবে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ভূমিকা বিরাজমান। এই গুণী শিল্পীকে সংবর্ধনার মধ্যদিয়ে যথাযথ মূল্যায়ন করেছেন তাঁর শিষ্যরা। অনুষ্ঠানে কেক কেটে সঙ্গীতগুরু প-িত নির্মলেন্দু চৌধুরীর ৮০তম জন্মদিন উদ্যাপন করা হয় এবং শিষ্যদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট