চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রেলওয়ের ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ’ ট্রেনযাত্রীদের ফুল উপহার

৫ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ

রেলওয়ের ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে রেল পূর্বাঞ্চল বিশেষ যাত্রীসেবার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল বুধবার প্ল্যাটফরমে গিয়ে যাত্রীদের হাতে উপহার হিসেবে ফুল তুলে দেন। রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ’ উদ্বোধন করা হয়। এরপর রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ ট্রেনে ও প্ল্যাটফরমে গিয়ে যাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং সমাধানের আশ^াস দেন। যাত্রীরা টিকেট কাটায় নানা ধরণের বিড়ম্বনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি রেল কর্মকর্তাদের অবহিত করেন।

ট্রেনে তদারকিশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী অসীম কুমার তালুকদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ডেন্ট মো. ইকবাল হোসেন ও সহকারী মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান। -বাসস

রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানান, সেবা সপ্তাহ উপলক্ষে পুরো সপ্তাহজুড়ে সেবা কর্মসূচি অব্যাহত থাকবে। এজন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা যাত্রীসেবার মান বাড়ানো ও বিভিন্ন সমস্যা সমাধানে দায়িত্ব পালন করবেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট