চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্মরণসভায় বক্তারা

মোরশেদের মতো কর্মীবান্ধব নেতা বিরল

৫ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ

গত ৩ ডিসেম্বর মঙ্গলবার জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোরশেদুল আলম এর স্মরণ সভা নগরীর মোমিন রোডস্থ এক কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। কোরান থেকে তেলোয়াত ও মরহুমের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্য মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ নেতা শফর আলী। বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা মরহুমের বড় ভাই রাশেদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাজি শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দুল আলম, আবু ফরহাদ শাবু, মো. আইয়ুব, হুমায়ুন কবির মাসুদ প্রমুখ। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, মো. আবু তাহের, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, হাজি বেলাল আহমেদ, ফয়েজ উল্লাহ বাহাদুর, মো. সোলেমান, ডা. মঈনুল ইসলাম, অধ্যাপক শফিউল বশর, শামসুদ্দিন নুরী, শেখ সাইফুদ্দিন খালেদ রানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহতাব উদ্দিন বলেন, এলাকার সাধারণ জনগণ ও দলের প্রতি ভালোবাসার কারণে মোরশেদ আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। প্রধান বক্তা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন মোরশেদকে আমি কাছে থেকেই যতটুকু দেখেছি তাঁর দলের প্রতি গভীর ভালোবাসা ও নেতাকর্মীদের সহজে মন জয় করা আমাকে অনুপ্রাণিত করত। মোরশেদের মতন কর্মীবান্ধব নেতা বর্তমান সময়ে খুবই অপ্রতুল। ১ম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট