চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লায়ন্স ক্লাবের উদ্যোগ ৫ হাজার গার্মেন্টস কর্মীকে সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন

৫ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব বাকলিয়া, সেন্ট্রাল, বাতিঘর, এমিয়েবেল রোজ গার্ডেন, সলিডারিটি ও ক্লাসিক লায়ন্সের যৌথ উদ্যোগে স্মার্ট গ্রুপের এপারেল প্রমোটার্স লিমিটেডের প্রায় ৫ হাজার গার্মেন্টস কর্মীর ৫ দিনব্যাপী ব্লাড গ্রুপিং ও চক্ষু সেবা প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা-৩১৫-বি-৪ এর জেলা গভর্নর লায়ন কামরুল মালেক এম.জে.এফ। বিশেষ অতিথি ছিলেন- স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অতিথি ছিলেন, কেবিনেট সেক্রেটারি লায়ন জি.কে. লালা, কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন কাজী মনিরুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন এ.কে.এম সালাউদ্দীন, স্মার্ট গ্রুপের হেড অব অপারেশন উপালি ভিকরামাতিল্ক, ফরহাদ চৌধুরী, লায়ন ইয়াছির মজুমদার, মো. সাকিব, লায়ন মনোয়ারা বেগম, লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, লায়ন শফিকুল ইসলাম, লায়ন মমতাজুল ইসলাম, লায়ন শাহেলা আবেদীন, লায়ন মুসা বাবলু, লায়ন গাউসুল হক চৌধুরী প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট