চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জালালাবাদ হাউজিংয়ের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে মেয়র

নগরবাসীর সহযোগিতায় সাড়ে ৪ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে

৫ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরবাসী উন্নয়ন কর্মকা-ে আন্তরিক সহযোগিতা করেছে বলেই দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে ৪ বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। নগরবাসীর উন্নয়ন কাজে যত সহযোগিতা করবে তার চেয়ে বেশি উন্নয়ন সুবিধা ভোগ করবে। সম্প্রতি জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির স্থায়ী কার্যালয়ের দ্বার উদ্ঘাটন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে ও সম্পাদক শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও খুলশী থানা আ. লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরণ। এতে আরো বক্তব্য রাখেন ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ওয়ার্ড আ. লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সোলেইমান এফসিএ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলা বক্স, এড. ফকরুল ইসলাম, ওয়ার্ড আ. লীগের সহ-সভাপতি নাদিরা সুলতানা হেলন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, কৃষি ও সমবায় সম্পাদক হায়দার হোসেন বাদল, দপ্তর সম্পাদক এবিএম একরামুল হক, জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সহ-সভাপতি শামসুল আলম, অর্থ সম্পাদক ইসকান্দর মির্জা প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট