চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে অবৈধভাবে বালি উত্তোলন নষ্ট হচ্ছে পেয়ারা লেবু-লিচু বাগান

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

৫ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

উপজেলার সীমান্তবর্তী কাঞ্চননগর-খরনা খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐসব এলাকার পেয়ারা, লেবু, লিচু ও আম বাগান। এ ব্যাপারে বাগান মালিকেরা যথাযথ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, কাঞ্চননগর-খরনা খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে পেয়ারা, লেবু, লিচু ও আম উৎপাদনের অন্যতম পাহাড়ি এলাকা কাঞ্চননগরের কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে না থাকায় ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয় বাগান মালিকেরা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী বালিদস্যুরা অবাধে এ খাল থেকে বালি উত্তোলন করে যাচ্ছে। খাল থেকে বালি উত্তোলনের কারণে খালের পার্শ্ববর্তী চন্দনাইশ ও পটিয়া খরনা এলাকার পেয়ারা, লেবু, লিচু ও আম বাগান ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় আগামী বর্ষা মৌসুমে খালের ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হবে এসব এলাকার পেয়ারা, লেবু, লিচু ও আম বাগান। এতে চন্দনাইশের সুস্বাদু পেয়ারা পাবে না সাধারণ মানুষ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট