চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পথচারীকে ভয়-ভীতি দেখিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর, ২০১৯ | ১:৫৯ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালি থানার সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিন মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পথচারীদের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন; মেহেরাজ রহমান রাকিব (১৯), মো. রানা (১৯) ও মিরাজ হোসেন (১৯)। তাদের বিরুদ্ধে নগরীতে পথচারীকে থামিয়ে মারধর করে মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ ছিল।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. নাছির (২০) কোতোয়ালি থানার জেল রোডে একটি দোকানে চাকরি করেন। মঙ্গলবার রাতে চাকরি শেষে পটিয়ায় নিজ বাড়িতে যাওয়ার পথে নাছির ও তার বন্ধু আরমানের পথরোধ করে গ্রেপ্তারকৃতরা। এ সময় কিলঘুষি মেরে ও ভয়-ভীতি দেখিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে তারা। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঘটনাস্থলের কিছুটা সামনে থাকা নাছির ও আরমানের দুই বন্ধু শাহজাহান ও সাইফুলসহ অন্য পথচারীরা এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলে। পরে তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট