চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১১ দফা দাবিতে প্রতীকী অনশন বিক্ষোভ পাটকল শ্রমিকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিলের পর এবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে পূর্বঘোষিত কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তারা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিল গেটে অবস্থান নেন। এর ফলে পাটকলগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। -বাংলানিউজ
আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন। সেখানে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য দিচ্ছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমিন জুট মিলে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মরত আছেন। এর বাইরে চট্টগ্রামে আরও ৯টি পাটকল রয়েছে। সেগুলোর শ্রমিকনেতারাও আমাদের সঙ্গে মিল গেটে অবস্থান করছেন।
মিল গেটে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সংগ্রাম পরিষদের শামসুল আলম প্রমুখ।
তারা বলেন, পাটকলের চাকরি থেকে অবসরে যাওয়ার পরও এককালীন সুবিধা বুঝে পাননি অনেকে। কেউ কেউ মারা গেছেন। অনেকের নমিনিও মারা গেছেন। কর্মরত শ্রমিকরাও মানবেতর দিন কাটাচ্ছেন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। তারা শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট