চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিউম্যান রাইটস পিস এওয়ার্ডে ভূষিত হলেন ড. বিকিরণ প্রসাদ বড়–য়া

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৯ পূর্বাহ্ণ

ঢাকাস্থ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সেগুন বাগিচাস্থ কেন্দ্রিয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে “অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার, পিস্ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাকারিয়া। ইমনি খান রিনুর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। স্বাগত ভাষণ দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় নেন মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা), মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুল, উপ পুলিশ কমিশনার কে.বি নুরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আলহাজ আকবর হোসেন, চলচ্চিত্র প্রযোজক হারুন-অর-রশিদ, জাগরণী টিভি’র চেয়ারম্যান হাজী চান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়াসহ আরো ২০ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য “হিউম্যান রাইটস্ পিস এওয়ার্ড ২০১৯” এ ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট