চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সন্তু লারমার বক্তব্যের প্রতিবাদে বান্দরবান আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৯ পূর্বাহ্ণ

পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার দেয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ সভাপতি একে এম জাহাঙ্গীর। গতকাল মঙ্গলবার (৩ডিসেম্বর) সকালে সদর উপজেলা চেয়ারম্যানের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একেএম জাহাঙ্গীর বলেন, সন্তু লারমা তার বক্তব্যে শান্তি চুক্তির বিষয়ে
কয়েকটি কথা বলেছেন। বান্দরবানের বাসিন্দা হিসেবে এটি আমার কাছে বেদনাদায়ক মনে হয়েছে। সন্তু লারমার বক্তব্যে অনুযায়ী শান্তি চুক্তির মূল বাধা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী বীর বাহাদুর। তিনি বলেন, সন্তু লারমা প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে ২২টি বছর পার করেছেন। সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন। এরপর তিনি ব্যক্তি আক্রোশের উপর কথা বলেন কিভাবে? এটি এ জনপদের পাহাড়ি বাঙালি আমরা যারা আছি তা কখনো মেনে নিবো না, মেনে নিতে পারিও না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট