চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৬ বছর পর ডিজিটাল এক্সরে মেশিন পরীক্ষামূলক চালু

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ বছর পর আনা নতুন ডিজিটাল এক্সরে মেশিন পরীক্ষামূলকভাবে গতকাল মঙ্গলবার চালু করা হয়েছে। মেডিকেলের প্রকৌশলী রাজিব হোসেন ও ফরিদুল ইসলাম পরীক্ষামূলকভাবে এক্সরে মেশিনটি চালু করে উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. একরামুল আজাদের নিকট হস্তান্তর করেন। জাপানের তৈরি নতুন মডেলের এক্সরে মেশিনের দাম প্রায় কোটি টাকা। এসময় পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, আজিমুল হক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ২০১৪ সালে নতুন এক্সরে মেশিন হাসপাতালে দেওয়া হলেও তা একদিনের জন্যেও চালু করা হয়নি। ৬ বছর থেকে মেশিনটি নষ্টই ছিল। কারণ তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ভট্টাচার্য খারাপ অবস্থায় এক্সরে মেশিনটি চালু হিসাবে গ্রহণ করেন। এরপর থেকে বিগত ৬ বছরে মেশিনটি চালু ছিল না। ফলে সরকারের লাখ লাখ টাকার অপচয়সহ রোগীদের কোন কল্যাণে আসেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট