চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাজেম আলী স্কুল এন্ড কলেজের ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড অর্জন

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৯ পূর্বাহ্ণ

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘কানেক্টিং ক্লাশরুমস’র অধীনে ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড (আইএসএ) পেয়েছে কাজেম আলী স্কুল এন্ড কলেজ। মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় এ পুরস্কার দেয়া হয়। ২০১৭ সালে ডিসেম্বর রাউন্ডে কাজেম আলী স্কুল এন্ড কলেজ মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন করে। সম্প্রতি রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এতে দেশের মোট ১৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ একটি আর্ন্তজাতিক স্বীকৃতি লাভ করেছে। কারণ তারা বিশ^কে শ্রেণিকক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে পেরেছেন। এদিকে পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ সাহাব উদ্দিন আহমেদ পুরস্কার প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত : বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণমূলক কর্মকা-ে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে কানেক্টিং ক্লাশরুমস প্রোগ্রাম। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট