চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইডিইউতে কোর্সওয়ার্ক মেরাকি’র ফান্ড রাইজিং ইভেন্ট শুরু

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৯ পূর্বাহ্ণ

বৃদ্ধাশ্রমবাসীদের মুখে একটি দিনের জন্য হাসি ফুটিয়ে তুলতে এগিয়ে এসেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) একদল শিক্ষার্থী। আশার আলো নামের এ প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ করছে দি এলপিডা দল। এই দল ছাড়া আরো পাঁচটি দল সমাজে ফলপ্রসূ ভূমিকা রাখবে এমন ৬টি প্রজেক্ট নিয়ে অর্থ সংগ্রহে নেমেছে। ইডিইউর এক্সেস একাডেমিতে সোশ্যাল ডেভলপমেন্ট সেমিনারের এবারের কোর্সওয়ার্ক মেরাকি-৩ এর থিম হলো ফান্ড রাইজিং। গতকাল মঙ্গলবার ইডিইউর খুলশীস্থ ক্যাম্পাসে এ ইভেন্ট শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান অর্থদানের মাধ্যমে দিনটির সূচনা করেন, যা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টায়। শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের কোর্সওয়ার্কের প্রয়োজন আছে বলে মনে করেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক তারতম্য এবং ঘাটতিগুলো পরিচর্যার মাধ্যমে সব শিক্ষার্থীকে সমমানের করে তুলতে কাজ করছে ইডিইউর এক্সেস একাডেমি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট