চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিরাপদ সড়কের দাবিতে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

কক্সবাজার

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরের বাস টার্মিনাল হতে খরুলিয়া বাজার পর্যন্ত মহাসড়কে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত ২ ডিসেম্বর। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সমবায় সমিতি নিরাপদ সড়কের দাবিতে অংশগ্রহণ করে। গত ২৮ নভেম্বর ঘটে যাওয়া দুর্ঘটনার ঘাতক অবৈধ ডাম্পারের ড্রাইভার মালিকের শাস্তির দাবিতে ১ ঘন্টা সড়কের পাশে নীরব অবস্থান করেছেন সকলে।

গত সোমবার সকাল সাড়ে ৯টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়কের পাশে সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ সাধারণ মানুষের অবস্থান ছিল চোখে পড়ার মত। নিরাপদ সড়ক চাই, ঘাতক ডাম্পার মালিকদের বিচার চাই, ঘাতক চালকের অবিলম্বে গ্রেপ্তার চাই, নতুন সড়ক আইন বাস্তবায়ন চাই সহ অনেক স্লোগান ধারণ করা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অবস্থান করেছেন। ফাহাদের সহপাঠীদের একটাই দাবি, নিরাপদে চলবে গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।
গত ২৮ নভেম্বর দূর্ঘটনায় নিহত আবুল বশর ও ইফরাদুল আলম ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
বর্তমান সড়ক আইন বাস্তবায়ন ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, ঝিলংজা ৬ নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আইডিয়াল ইনস্টিটিউট অধ্যক্ষ মিজানুর রহমান, সম্প্রীতি যুব সমবায় সমিতির সকল নেতৃবৃন্দ, ঝিলংজা ইউনিয়ন আ.লীগের নেতাকর্মী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। উক্ত মানববন্ধন মোক্তারকুল এলাকার দিদারুল আলমের সঞ্চালনায় সমাপ্তি ঘটে।

মানববন্ধনে সদরের মহাসড়কের পাশে অবস্থিত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪টি অন্য সংগঠন অংশগ্রহণ করে। যথাক্রমে কক্সবাজার সরকারি কলেজ, ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, এজি মডেল স্কুল, বীচ পাবলিক স্কুল, আইডিয়াল ইনস্টিটিউট, আইডিয়াল কেজি স্কুল, বাংলাবাজার কেজি স্কুল, বাংলাবাজার মডেল গালর্স স্কুল, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মোক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত আয়েশা ছিদ্দীকা (র.) বালিকা আলিম মাদরাসা, ছুরতিয়া সিনিয়র মাদরাসা, খরুলিয়া সরকারি প্রাইমারি স্কুল, খরুলিয়া তালিমুল কোরান মাদরাসা, খরুলিয়া কেজি ও খরুলিয়া উচ্চ বিদ্যালয়।
এছাড়াও আনন্দ ক্রীড়া সংস্থা, আশাবাদী ক্রীড়া সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন উপকার, মোক্তারকুল বহুমুখী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে। সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে মোক্তারকুল সম্প্রীতি যুব সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট