চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্ষতি অর্ধকোটি টাকা মাতারবাড়িতে অগ্নিকা-ে ৯ ঘর পুড়ে ছাই

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৩ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামে রান্নার গ্যাসের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘর, আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ নগদ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পুড়ে গিয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, ৮-৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ২ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯ টায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফায়ার সার্ভিস স্টেশন দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ছুটে গেলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ভয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়নি। আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন, স্থানীয় দক্ষিণ রাজঘাট গ্রামের হাজি জহির আহমদ, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ,গিয়াস উদ্দিন, আব্দুল আলীম, আব্দুৃল মোনাফ, খলিলুর রহমান, মো. সাগর। এছাড়া আংশিক পুড়ে যাওয়া ঘরের মালিকরা হচ্ছেন, আব্দুল মোনাফ ও খলিলুর রহমান। এতে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে আওয়ামী লীগ নেতা মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. উল্লাহ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুড়ে যাওয়া ৮টি পরিবারেরর প্রতি পরিবারকে নগদ ২ হাজার টাকা, ২ টি কম্বল, ১টি শাড়ি, ১টি লুঙ্গি, ১টি চাউলের বস্তা প্রদান করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট