চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দায়িত্বে যেন কেউ নেই

যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড়, দুর্ভোগ পথচারীর উখিয়ায়

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৩ পূর্বাহ্ণ

দিন যতো যাচ্ছে, বাড়ছে উখিয়ায় নাগরিক সমস্যা। উখিয়ায় রোহিঙ্গা আসায় অবকাঠামোগত উন্নয়ন কাজের গতি বেড়েছে। কিন্তু কর্তৃপক্ষের নজরদারির অভাব আর নাগরিকদের অসচেতনতায় ক্রমেই ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে উখিয়ার আনাচে-কানাচে।

উখিয়ার পরিচ্ছন্নতার দায়িত্বে যেন কেউ নেই। বিশাল একটা নাগরিক অংশ উখিয়া উপজেলা গেইটের সামনে রাস্তার পাশে যত্রতত্র ময়লা ফেলায় পরিত্যক্ত নগরীতে পরিণত হচ্ছে। কয়েক বছর পূর্বেও মাঝেমধ্যে উখিয়া উপজেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলতো। অনেকে নিজ উদ্যেগে স্টেশনের দোকানের সামনের ময়লা পরিষ্কার করতেন। এ দৃশ্য দেখে দোকানদাররা স্ব-স্ব উদ্যোগে তাদের সামনের জায়গা পরিষ্কার রাখতেন।

উখিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আঙিনা ছিল ছকছকে পরিষ্কার। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ছিল ছবির মতো সুন্দর। রোহিঙ্গাদের কারণে বদলে গেছে উখিয়া। গিজগিজ করছে মানুষের পদচারণায়। একদিকে যানজট, অন্যদিকে জনজট। সময়ের ব্যবধানে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি হারাতে বসেছে উখিয়ার সৌন্দর্য। প্রশাসনের তদারকি, উদারতা ও জনগণের সচেতনতায় পারে একটি সুন্দর উখিয়া উপহার দিতে। প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার উখিয়ার মুক্ত বাতাসে ঘুরে-বেড়ানো সেই শৈশবের স্মৃতি এখনো অম্লান হয়ে আছে অনেকের কাছে। পাশাপাশি পরিচ্ছন্নতাও ছিল উখিয়ার আরেকটি বৈশিষ্ট্য।

২০১৭ সালে ২৫ আগস্টের পর ১২ লক্ষ রোহিঙ্গার চাপ পড়েছে উখিয়ার ঘাড়ে। ফলে বন উজাড় ও পরিবেশের ভারসাম্য হারিয়ে ধুলোবালিতে উখিয়া হারাতে বসেছে তার ঐতিহ্য। উখিয়া ডাকবাংলো সড়ক দিয়ে মহিলা কলেজের ছাত্রীদের যেতে হয় মুখে রুমাল দিয়ে। এই সড়কের পাশেও রয়েছে বিশাল ময়লার স্তূপ। পুরো উখিয়া ঘুরে পাওয়া চিত্রে দেখা যায়, সড়কের পাশে প্রতিটি পাড়া-মহল্লায় ময়লার স্তূপ।

ব্যবহারের পরই মানুষ উচ্ছিষ্ট ফেলে দিচ্ছে রাস্তার পাশেই। বিভিন্ন বাসা-বাড়ির ময়লাও ভাড়াটেরা ফেলছে রাস্তার ওপর। নাগরিকদের অসচেতনতায় এক সময়ের পরিচ্ছন্ন উখিয়া আজ অপরিচ্ছন্নতায় রূপ নিয়েছে। সচেতন মহলের মতে, সবাই টাকার পিছনে ছুটছে। এ বিষয়ে কেউ মাথা ঘামায় না। আগে যেখানে আমরা বুক ফুলিয়ে জামার বোতাম খুলে হাটতাম, সেখানে আজ আমাদের সন্তানরা নাকে রুমাল দিয়ে হাঁটছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে উখিয়াবাসীদেরই এগিয়ে আসতে হবে। সবকিছু দেখভালের দায়িত্ব নাগরিক হিসেবে উখিয়াবাসীরও আছে। এটা পরিচ্ছন্ন রাখতে সবার আগে সচেতন হতে হবে। তারা আক্ষেপ করে বলেন, উখিয়ার আকাশে হাজার কোটি টাকা উড়ছে। কিন্তু ময়লা ফেলার কোন ডাস্টবিন এখনো তৈরি হয়নি। রোহিঙ্গা শিবিরে কাজের জন্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষগুলো রাস্তা-ঘাট কিংবা ড্রেনে অবাধে ময়লা ফেলছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না।
উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন রাস্তার পাশে এবং বঙ্গ-মাতা মুজিব মহিলা কলেজ যেতে রাস্তার ধারে ময়লার সয়লাব। এটা জনপ্রতিনিধির চেয়ে সংশ্লিষ্ঠ এলাকাবাসীর আগে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। সরেজমিনে দেখা যায়, পুরো উখিয়া এখন অপরিচ্ছন্ন। উখিয়াবাসী সচেতন না হলে এ অবস্থা থেকে মুক্তির কোন পথ নেই। না হয় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যত্রতত্র ময়লা ফেলছে তাদের জেল-জরিমানা করে এটা নিয়ন্ত্রণ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট